Please wait...
  • 01711-783199, 01751-628730, 01719-585852
  • 01711-783199, 01751-628730, 01719-585852
নোটিশ
হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহঃ) এর ৬৮৫ তম উরস উপলক্ষে আগামী ১৫/০১/২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) তারিখে মাদরাসা বন্ধ থাকবে। আলিম ১ম বর্ষের (২০২৫-২৬) অর্ধ বার্ষিক ও আলিম ২য় বর্ষের (২০২৪-২৫) নির্বাচনী পরীক্ষার সময় সূচী- ২০২৬খ্রিঃ দাখিল ১০ম শ্রেণীর নির্বাচনি পরীক্ষার-২০২৬ এর সময় সূচী আলিম ২য় বর্ষের (২০২৪-২৫) প্রাক নির্বাচনী পরীক্ষার সময় সূচী- ২০২৫খ্রিঃ আলিম ১ম (২০২৫-২৬) শিক্ষাবর্ষে ভর্তির নোটিশ ঈদ-উল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ছুটির নোটিশ কামিল মাস্টার্স নির্বাচনী পরীক্ষা-২০২৩ এর সময় সূচী আলিম (২০২৩-২৪) এর চুড়ান্ত পরীক্ষার ফরম পূরণের নোটিশ ফাযিল অনার্স নির্বাচনী পরীক্ষা-২০২৩ এর সময় সূচী আলিম ২য় বর্ষ ২০২৩-২৪ এর নির্বাচনী পরীক্ষার সময়সূচী-২০২৫
Vice Principal's

Vice Principal's

Vice Principal's

পূণ্যভুমি সিলেটের বহু ইতিহাস ও ঐতিহ্যের ধারক মৌলভীবাজার নগরীর মধ্যবর্তী স্থানে স্বমহিমায় অধিষ্ঠিত অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ‘কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল’ মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা ।প্রায় অর্ধ শত বছরের ঐতিহ্য ধারণ করে অগনিত জ্ঞানী ও গুণীর সূতিকাগার এ শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে উচ্চমাধ্যমিক শ্রেণিসহ স্নাতক, স্নাতকোত্তরে অনার্স ও মাস্টার্স কোর্সে অধ্যয়নরত দের হাজার ছাত্র-ছাত্রীর কলরবে মুখরিত, তাদের লালিত প্রজ্ঞা ও মেধাকে সঙ্গে নিয়ে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা পরিবার বিশ্বমানের শিক্ষায় বিকশিত হতে তৎপর গৌরবান্বিত এ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকাল 1984।  আধুনিক শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষার মান উন্নয়ন ও শ্রেণিশিক্ষা কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার জন্য এ প্রতিষ্ঠানটি তার জ্ঞান ও গরিমার ঐতিহ্যকে স্মরণ করিয়ে আলিস  শ্রেণি থেকে  কামিল (স্নাতকোত্তর) শ্রেণি সকল ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে শ্রেণিশিক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা প্রণয়ন করেছে এবং ইতোমধ্যে আলিম শ্রেণির শিক্ষার্থীদের পৃথক ডিজিটাল শ্রেণিকক্ষের প্রবর্তন এবং মাল্টিমিডিয়া প্রকেক্টরের মাধ্যমে শ্রেণিশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত পাঠ অনুশীলন এবং তাদের নান্দনিক সৃজনশীল ভাবনায় নিজেকে বিকশিত করতে পারে সেজন্য উচ্চমাধ্যমিক শ্রেণিতে রয়েছে একাডেমিক ক্যালেন্ডার অনুসরণপূর্বক পাঠদান কার্যক্রম। বাংলাদেশের আধুনিক শিক্ষানীতির প্রবর্তক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের স্মৃতিবিজড়িত এ প্রতিষ্ঠানটিকে বিশ্বমানের আধুনিক অবকাঠামোগত সকল প্রায়োগিক সুযোগ সুবিধাকে প্রাধান্য দিয়ে একটি মাস্টার পরিকল্পনার আওতায় এনে প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত বৈচিত্র্যময়তাকে অক্ষুন্ন রেখে নতুন আঙ্গিকে সজ্জিতকরণের কাজ সমাপ্ত হয়েছে।  মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ প্রাক্তন মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট চিরকৃতজ্ঞ। আপনাকে জানাই আমাদের হৃদয়ের উষ্ণ অভিনন্দন।  মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা সার্বিক পড়ালেখার মান উন্নয়নে প্রাক্তন মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয়ের নিকট মুরারিচাঁদ কলেজ পরিবার কৃতজ্ঞ। আমরা তাঁদের প্রতিও চিরকৃতজ্ঞ। মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা  শিক্ষার্থীরা উচ্চারণমাধ্যমিক শ্রেণি থেকে স্নাতক(পাস), স্নাতক(সম্মান), স্নাতকোত্তর সকল পর্যায়ে ফলাফলের কৃতিত্বে প্রতিষ্ঠানটির গৌরবোজ্জল ঐতিহ্যকে সমুন্নত রেখে অগ্রসর হচ্ছে। শিক্ষা,সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের সাফল্যের অবিরাম ধারাকে অব্যাহত রাখতে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থীদের সত্য, সুন্দর ও মঙ্গলের আলোকবর্তিকা শিক্ষার পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে, জ্ঞানচর্চার পরিবেশ আরো উন্নত হবে,শিক্ষার্থীরা সৃষ্টিশীল ও কল্যাণময়ী ব্রতে জেগে উঠবে এটুকু আমার অন্তরে বাসনা। 
পরম করুনাময়ের কাছে প্রার্থনা সকলের মিলিত প্রয়াসে আমাদের প্রিয় শিক্ষাঙ্গনে শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে সকলে যেন অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারি। 


        অধ্যক্ষ
মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা